Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমুহ

সভা নং- ০৬

মাসিক সভার সিদ্ধান্তসমুহ

সভার কার্যবিবরণী  

সভার স্থান : মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ                        তারিখ : ০৫/১১/২০২৩,                           সময় : সকাল ১১.০০

ক্র: নং উপস্থিত সদস্যগণের নাম পদবী স্বাক্ষর
মো: কাওসার হোসেন ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত
নাসরিন আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
শরিফা বেগম ইউপি সদস্য স্বাক্ষরিত
মোসা: নাজমা আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: মামুন মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: শাফি উদ্দিন ইউপি সদস্য স্বাক্ষরিত
সমির হাসান ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: জাকির হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: নাঈম সরকার ইউপি সদস্য স্বাক্ষরিত
১০ মো: অলি উল্লাহ ইউপি সদস্য স্বাক্ষরিত
১১ মো: আবুল হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১২ মো: আক্তার হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১৩ মো: জাহাঙ্গীর হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত


আলোচ্যসূচীঃ ১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

২। ২০২৩-২০২৪ ইং অর্থ বৎসরে  গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি.আর) সাধারণ ২য় পর্যায়ে(নগদ অর্থ) কর্মসূচীর আওতায় প্রাপ্ত বরাদ্দ দ্বারা প্রকল্প বাছাই ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গ। 

৩। ২০২৩-২০২৪ ইং অর্থ বৎসরে  গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা/কাবিটা) সাধারণ ২য় পর্যায়(চাল,গম) কর্মসূচীর আওতায় প্রাপ্ত বরাদ্দ দ্বারা প্রকল্প বাছাই ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গ।

৪। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ।

৫। জন্ম-মৃত্যু নিবন্ধন প্রসঙ্গ।


        

অদ্য ১৯/১১/২০২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কাউসার হোসেন সাহেব সভাপতির আসন গ্রহণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন।


১। আলোচ্যসূচী-১ অনুযায়ী বিগত সভার কার্যবিবরণী পাঠ করিয়া শোনানো হয়। পাঠান্তে কোনরূপ সংশোধনী না থাকায় সেগুলো সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।


২। আলোচ্যসূচী-২ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, অত্র মহিষাশুড়া ইউনিয়নে ২০২৩-২০২৪ ইং অর্থ বৎসরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি.আর) সাধারণ ২য় পর্যায়(নগদ অর্থ) কর্মসূচীর আওতায় উন্নয়ন খাতে ১,৪২,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার)টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। এই বরাদ্দ দ্বারা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প বাছাই করতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার পর উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নিম্নলিখিত প্রকল্পগুলো বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


ক্রঃ নং    প্রকল্পের নাম    বরাদ্দের পরিমাণ    ওয়ার্ড নং

০১    বালুসাইর আঃ মান্নানের পুকুর পাড় হতে তালেবের জমি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।    ১,৪২,০০০/-    ০৩



উপরোক্ত প্রকল্পটি বাস্তবায়নের জন্য নি¤œলিখিতভাবে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


০১। প্রকল্পের নামঃ বালুসাইর আঃ মান্নানের পুকুর পাড় হতে তালেবের জমি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।

ক্রঃ নং    নাম    পিতা/ স্বামীর নাম    গ্রাম    পরিচয়    কমিটিতে পদবী

০১    সমির হাসান    মৃত মস্তফা মিয়া    বালুসাইর    ইউপি সদস্য    সভাপতি

০২    নাসরিন আক্তার    মোঃ আবু মিয়া    বালুসাইর    ইউপি সদস্য    সেক্রেটারী

০৩    মোঃ মোকলেছ মিয়া    মোঃ আফজাল হোসেন    বালুসাইর    গন্যমান্য ব্যক্তি    সদস্য

০৪    তাছলিমা আক্তার    বাহা উদ্দিন প্রধান    বালুসাইর    সমাজসেবক(নারী)    সদস্য

০৫    মাওলানা ইলিয়াছ হোসাইন    আলী আকবর    বালুসাইর    ইমাম    সদস্য



৩। আলোচ্যসূচী-৩ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, অত্র মহিষাশুড়া ইউনিয়নে ২০২৩-২০২৪ ইং অর্থ বৎসরে গ্রামীণ অবকাঠামো সংস্কা(কাবিখা/কাবিটা) সাধারণ ২য় পর্যায় কর্মসূচীর আওতায় উন্নয়ন খাতে ২.০০০ মে: টন চাল ও ২.০০০ মে: টন গম বরাদ্দ পাওয়া গিয়াছে। এই বরাদ্দ দ্বারা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প বাছাই করতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার পর উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নিম্নলিখিত প্রকল্পগুলো বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


ক্রঃ নং    প্রকল্পের নাম    বরাদ্দ    ওয়ার্ড নং

০১    গাজীরগাঁও  জজ মিয়ার জমিনের পার্শ্ব হতে ছহুরার জমিনের পার্শ্ব পর্যন্ত রাস্তা সংস্কার।    ২.০০০ মে: টন চাল     ০৫

০২    দড়িকান্দী মসজিদের মোড় হতে মুক্তিযোদ্ধা মুনছুর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।    ২.০০০ মে: টন গম    ০৯


উপরোক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য নি¤œলিখিতভাবে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

০১। প্রকল্পের নামঃ গাজীরগাঁও জজ মিয়ার জমিনের পার্শ্ব হতে ছহুরার জমিনের পার্শ্ব পর্যন্ত রাস্তা সংস্কার।

ক্রঃ নং    নাম    পিতার নাম    গ্রাম    পরিচয়    কমিটিতে পদবী

০১    মোঃ নাঈম সরকার    মৃত সোনা মিয়া    বথুয়াদী    ইউপি সদস্য    সভাপতি

০২    শরিফা বেগম    মোঃ আলা উদ্দিন    বথুয়াদী    ইউপি সদস্য    সেক্রেটারী

০৩    হারুন প্রধান    মৃত চান মিয়া    বথুয়াদী    গন্যমান্য ব্যক্তি    সদস্য

০৪    মুর্শিদা আক্তার    মৃত সাফিজ উদ্দিন    বথুয়াদী    সমাজসেবক(নারী)    সদস্য

০৫    মাওলানা ওসমান গনি    হাজী আঃ ছাত্তার    বথুয়াদী    ইমাম    সদস্য


০২। প্রকল্পের নামঃ দড়িকান্দী মসজিদের মোড় হতে মুক্তিযোদ্ধা মুনছুর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।

ক্রঃ নং    নাম    পিতা/ স্বামীর নাম    গ্রাম    পরিচয়    কমিটিতে পদবী

০১    মোঃ জাহাঙ্গীর আলম    আঃ খালেক মিয়া    কোতালীরচর    ইউপি সদস্য    সভাপতি

০২    মোসাঃ নাজমা বেগম    জাকির হোসেন    দরগাকান্দা    ইউপি সদস্য    সেক্রেটারী

০৩    মোঃ হাবিবুল্লাহ    মৃত হোসেন আহমেদ    কোতালীরচর    গন্যমান্য ব্যক্তি    সদস্য

০৪    মোসাঃ রানু আক্তার    মোঃ শাজাহান মিয়া    কোতালীরচর    সমাজসেবক(নারী)    সদস্য

০৫    মাওলানা জায়েদ হোসেন    আঃ রহিম    কোতালীরচর    ইমাম    সদস্য



৪। আলোচ্যসূচী-৪ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ০৭/০১/২০২৪ ইং তারিখ রোজ রবিবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ইউনিয়নের কোন গ্রামে যাতে সহিংসতা ও আইন শৃংখলা পরিপন্থী ঘটনা না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ৭নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ আবুল হোসেন বলেন আমাদের ইউনিয়নে আশা করি কোন প্রকার সহিংসতা হবে না। সভাপতি সাহেব গ্রাম পুলিশদেরকে এ ব্যাপারে আরো সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন কোথা কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বা সম্ভাবনা থাকলে মাধবদী থানায় খবর দিতে হবে। 


৫। । আলোচ্যসূচী-৫ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন যে, গত কয়েক মাস ধরে সার্ভার জটিলতার কারণে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম কিছুটা বিঘিœত হচ্ছে। এটা শুধু আমাদের ইউনিয়নে না সমগ্র বাংলাদেশের সমস্যা। খুব শিঘ্রই এ সমস্যার সমাধান হবে বলে আশা করি। ২নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ সাফি উদ্দিন সাহেব বলেন, আমরা জনগনকে বুঝিয়ে বলব যাতে তারা কয়েকদিন সময় হাতে রেখে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন।


অদ্য সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



সভা নং- ০৫

মাসিক সভার সিদ্ধান্তসমুহ

সভার কার্যবিবরণী  

সভার স্থান : মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ                        তারিখ : ০৫/১১/২০২৩,                           সময় : সকাল ১১.০০

ক্র: নং উপস্থিত সদস্যগণের নাম পদবী স্বাক্ষর
মো: কাওসার হোসেন ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত
নাসরিন আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
শরিফা বেগম ইউপি সদস্য স্বাক্ষরিত
মোসা: নাজমা আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: মামুন মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: শাফি উদ্দিন ইউপি সদস্য স্বাক্ষরিত
সমির হাসান ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: জাকির হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: নাঈম সরকার ইউপি সদস্য স্বাক্ষরিত
১০ মো: অলি উল্লাহ ইউপি সদস্য স্বাক্ষরিত
১১ মো: আবুল হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১২ মো: আক্তার হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১৩ মো: জাহাঙ্গীর হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত


আলোচ্যসূচীঃ ১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

          ২। ২০২৩-২০২৪ ইং অর্থ বছরে ভূমি হস্তান্তর কর (১%) এর বরাদ্দ দ্বারা বাস্তবায়নের জন্য প্রকল্প বাছাই প্রসঙ্গ।

অদ্য ০৫/১১/২০২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কাউসার হোসেন সাহেব সভাপতির আসন গ্রহণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন।


সিদ্ধান্তঃ

        ১। আলোচ্যসূচী-১ অনুযায়ী বিগত সভার কার্য বিবরণী পাঠ করিয়া শোনানো হয়। পাঠান্তে কোনরূপ সংশোধনী না থাকায় সেগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

২। আলোচ্যসূচী-২ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, অত্র মহিষাশুড়া ইউনিয়নে ভূমি হস্তান্তর কর(১%) এর আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে এই বরাদ্দ দ্বারা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প বাছাই করতে হবে। সভাপতি সাহেবের অনুমতিক্রমে ২নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ সাফি উদ্দিন সাহেব বলেন, যে প্রকল্পগুলো বাস্তবায়ন অতি জরুরী এবং জনগন উপকৃত হবে সেগুলো আগে বাস্তবায়নের ব্যবস্থা করলে ভাল হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর নি¤œলিখিত প্রকল্পগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।    

ক্রঃনং    প্রকল্পের নাম    বরাদ্দের পরিমাণ    ওয়ার্ড নং

০১    মহিষাশুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ।    ১,৫০,০০০/-    ২

০২    বালুসাইর পাকা রাস্তা হতে নুরুল হক ভূইয়ার বাড়ি রাস্তায় আরসিসি ঢালাই।    ৩,৫০,০০০/-    ৩

০৩    বালুসাইর ওসমান ভূইয়ার পুকুর পাড় হতে মোছলেহ উদ্দিনের জমি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।    ২,০০,০০০/-    ৩

০৪    উদিংদিয়া বেরীবাঁধ হতে নুরু মিয়ার জমি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।    ২,০০,০০০/-    ৪

০৫    উদিংদিয়া হাজী নুরুল ইসলামের জমি হতে খালপাড় পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।    ২,০০,০০০/-    ৪

০৬    খিলগাঁও নাসিরের দোকান হতে সিদ্দিকের বাড়ি হইয়া খিলগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণ।    ৪,০০,০০০/-    ৮


অদ্য সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


সভা নং- ০৪

মাসিক সভার সিদ্ধান্তসমুহ

সভার কার্যবিবরণী  

সভার স্থান : মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ                        তারিখ : ২৩/১০/২০২৩,                           সময় : সকাল ১১.০০

ক্র: নং উপস্থিত সদস্যগণের নাম পদবী স্বাক্ষর
মো: কাওসার হোসেন ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত
নাসরিন আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
শরিফা বেগম ইউপি সদস্য স্বাক্ষরিত
মোসা: নাজমা আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: মামুন মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: শাফি উদ্দিন ইউপি সদস্য স্বাক্ষরিত
সমির হাসান ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: জাকির হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: নাঈম সরকার ইউপি সদস্য স্বাক্ষরিত
১০ মো: অলি উল্লাহ ইউপি সদস্য স্বাক্ষরিত
১১ মো: আবুল হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১২ মো: আক্তার হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১৩ মো: জাহাঙ্গীর হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত


আলোচ্যসূচীঃ ১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

২। হোল্ডিং ট্যাক্স আদায় প্রসঙ্গ।

৩। ভিডব্লিউবি প্রসঙ্গ।

৪। টিসিবি এর পণ্য বিতরণ প্রসঙ্গ।

৫। ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গ।


        

অদ্য ২৩/১০/২০২৩ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কাউসার হোসেন সাহেব সভাপতির আসন গ্রহণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন।


১। আলোচ্যসূচী-১ অনুযায়ী বিগত সভার কার্যবিবরণী পাঠ করিয়া শোনানো হয়। পাঠান্তে কোনরূপ সংশোধনী না থাকায় সেগুলো সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।


২। আলোচ্যসূচী-২ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন যে, ইউনিয়নের রাজস্ব আয় বৃদ্ধি করতে হলে হোল্ডিং ট্যাক্স আদায়ের ব্যবস্থা করতে হবে। হোল্ডিং ট্যাক্স আদায় না হলে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল হতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না ও আপনাদের সম্মানি ভাতা দেয়া যাবে না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২নং ওয়ার্ডের সদস্য জনাব সাফি উদ্দিন সাহেব বলে যে, ২০২২-২০২৩ অর্থ বছর পর্যন্ত হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। কাজেই বর্তমান পরিষদ যেহেতু নতুন তাই২০২৩-২০২৪ অর্থ বছরের ট্যাক্স আদায় করতে হলে নতুন করে ৫বছরের জন্য এসেসমেন্ট করে ট্যাক্স আদায় করলে ভাল হবে। এক্ষেত্রে জানুয়ারী মাসের শেষের দিকে আদায় কার্যক্রম শুরু করলে আদায়ের পরিমাণ বাড়বে। এ ব্যাপারে সকলেই একমত পোষণ করেন এবং জানুয়ারী মাসে নতুন এসেসমেন্ট করে ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।




৩। আলোচ্যসূচী-৩ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, অত্র মহিষাশুড়া ইউনিয়নে ভিডবিøউবি কর্মসূচীর আওতায় ১৩০জন উপকারভোগী প্রতি মাসে ৩ কেজি করে চাল পায়। যাহা প্রতি মাসে ইউনিয়ন পরিষদ হতে ২২০/(দুইশত বিশ) টাকা সঞ্চয় জমা দিয়ে নিতে হয়। কিন্তু দেখা যায় যে, গোডাউন থেকে চাল আনার পর ইউনিয়ন পরিষদে ১০-১৫ দিন পরে থাকে। উপকারভোগীরা দেরী করে চাল নেয়। এতে করে চাল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেক সদস্য ও গ্রাম পুলিশ যদি উপকারভোগীদেরকে চাল বিতরণের তারিখ জানিয়ে দেয় তাহলে ভাল হবে। ৭নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ আবুল হোসেন সাহেব বলেন যে, আমরা সকল সদস্য উপকারভোগীদের চাল বিরণের তারিখ জানিয়ে দিব।


৪। আলোচ্যসূচী-৪ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, অত্র মহিষাশুড়া ইউনিয়নে ৯২১ জন টিসিবি উপকারভোগী আছে। উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য আগামী ৩০/১০/২০২৩ ইং তারিখ বিতরণ করা হবে। টিসিবি এর পণ্য বিতরণে যাতে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ৬নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ অলি উল্লাহ সাহেব বলেন কয়েকটি ওয়ার্ডের উপকারভোগীদেরকে দুপুরের পরে বিতরণের সময় দিলে ভাল হবে। এ ব্যাপারে সকলেই একমত পোষণ করেন এবং ৭,৮,৯নং ওয়ার্ডের উপকারভোগীদের দুপুরের পরে টিসিবি পণ্য বিতরণের সময় দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


৫। আলোচ্যসূচী- ৫ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তাই এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সাবধানে থাকতে হবে। বাড়ির আশে পাশের ঝোপঝাড় পরিস্কার রাখতে হবে। এডিস মশার সংক্রমণ সম্পর্কে জনগনকে সচেতন করতে হবে।



অদ্য সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


সভা নং- ০৩

মাসিক সভার সিদ্ধান্তসমুহ

সভার কার্যবিবরণী  

সভার স্থান : মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ                        তারিখ : ২৬/০৯/২০২৩,                           সময় : সকাল ১১.০০

ক্র: নং উপস্থিত সদস্যগণের নাম পদবী স্বাক্ষর
মো: কাওসার হোসেন ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত
নাসরিন আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
শরিফা বেগম ইউপি সদস্য স্বাক্ষরিত
মোসা: নাজমা আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: মামুন মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: শাফি উদ্দিন ইউপি সদস্য স্বাক্ষরিত
সমির হাসান ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: জাকির হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: নাঈম সরকার ইউপি সদস্য স্বাক্ষরিত
১০ মো: অলি উল্লাহ ইউপি সদস্য স্বাক্ষরিত
১১ মো: আবুল হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১২ মো: আক্তার হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১৩ মো: জাহাঙ্গীর হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত


আলোচ্যসূচীঃ ১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

২। জন্ম-মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে।

৩। ২০২৩-২০২৪ ইং অর্থ বৎসরে  গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি.আর) সাধারণ ১ম পর্যায়ে(নগদ অর্থ) কর্মসূচীর আওতায় প্রাপ্ত বরাদ্দ দ্বারা প্রকল্প বাছাই ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গ।

৪। ২০২৩-২০২৪ ইং অর্থ বৎসরে  গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা/কাবিটা) সাধারণ ১ম পর্যায় কর্মসূচীর আওতায় প্রাপ্ত বরাদ্দ দ্বারা প্রকল্প বাছাই ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গ।

৫। আইন-শৃঙ্খলা

        

অদ্য ২৬/০৯/২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কাউসার হোসেন সাহেব সভাপতির আসন গ্রহণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন।


১। আলোচ্যসূচী-১ অনুযায়ী বিগত সভার কার্যবিবরণী পাঠ করিয়া শোনানো হয়। পাঠান্তে কোনরূপ সংশোধনী না থাকায় সেগুলো সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।


২। আলোচ্যসূচী-২ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করার কথা থাকলেও অনেক অভিভাবকগন নিবন্ধন করাতে চান না। জন সংখ্যার হারে আমাদের ইউনিয়নে প্রতি মাসে জন্ম নিবন্ধন প্রত্যাশিত ৯১ জন ও মৃত্যু নিবন্ধন প্রত্যাশিত ২৩ জন। আমরা গত কয়েক মাস ধরে ইউপি সচিব সাহেব, দফাদার ও মহল্লাদারের সহযোগীতায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে সক্ষম হয়েছি। কিন্তু জুলাই মাস থেকে শিশুদের জন্ম নিবন্ধন পিতা-মাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তাই জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে শতভাগ নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। সভাপতি সাহেব বলেন জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে কিভাবে শতভাগ নিবন্ধন করা যায় সে ব্যাপারে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ সাফি উদ্দিন সাহেব বলেন প্রত্যেক গ্রামে দফাদার ও মহল্লাদারগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করলে এবং মাইকিং করে দিলে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।


৩। আলোচ্যসূচী-৩ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, অত্র মহিষাশুড়া ইউনিয়নে ২০২৩-২০২৪ ইং অর্থ বৎসরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি.আর) সাধারণ ১ম পর্যায়(নগদ অর্থ) কর্মসূচীর আওতায় উন্নয়ন খাতে ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার)টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। এই বরাদ্দ দ্বারা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প বাছাই করতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার পর উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নিম্নলিখিত প্রকল্পগুলো বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


ক্রঃ নং    প্রকল্পের নাম    বরাদ্দের পরিমাণ    ওয়ার্ড নং

০১    মদনগঞ্জ পাকা রাস্তা হতে দাইরের পাড় পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।    ২,৫০,০০০/-    ০৯



উপরোক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য নি¤œলিখিতভাবে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


০১। প্রকল্পের নামঃ মদনগঞ্জ পাকা রাস্তা হতে দাইরের পাড় পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।

ক্রঃ নং    নাম    পিতা/ স্বামীর নাম    গ্রাম    পরিচয়    কমিটিতে পদবী

০১    মোসাঃ নাজমা বেগম    জাকির হোসেন    দরগাকান্দা    ইউপি সদস্য    সভাপতি

০২    মোঃ জাহাঙ্গীর আলম    আঃ খালেক মিয়া    কোতালীরচর    ইউপি সদস্য    সেক্রেটারী

০৩    মোঃ হাবিবুল্লাহ    মৃত হোসেন আহমেদ    কোতালীরচর    গন্যমান্য ব্যক্তি    সদস্য

০৪    মোসাঃ রানু আক্তার    মোঃ শাজাহান মিয়া    কোতালীরচর    সমাজসেবক(নারী)    সদস্য

০৫    মাওলানা জায়েদ হোসেন    আঃ রহিম    কোতালীরচর    ইমাম    সদস্য




৪। আলোচ্যসূচী-৪ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, অত্র মহিষাশুড়া ইউনিয়নে ২০২৩-২০২৪ ইং অর্থ বৎসরে গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিখা/কাবিটা) সাধারণ ১ম পর্যায় কর্মসূচীর আওতায় উন্নয়ন খাতে ৩,৪০,০০০/-(তিন লক্ষ চল্লিশ হাজার)টাকা, ২.০০০ মে: টন চাল ও ২.০০০ মে: টন গম বরাদ্দ পাওয়া গিয়াছে। এই বরাদ্দ দ্বারা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প বাছাই করতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার পর উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নিম্নলিখিত প্রকল্পগুলো বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


ক্রঃ নং    প্রকল্পের নাম    বরাদ্দ    ওয়ার্ড নং

০১    বালুসাইর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব হতে আলগাপাড়া পাকা রাস্তা পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।     ৩,৪০,০০০/-    ০৩

০২    গাজীরগাঁও কুদু মিয়ার বাড়ি হতে শুক্কুর আলীর বাড়ির পার্শ্ব পর্যন্ত ভাঙ্গন রক্ষার্থে বেড়া সহ মাটি ভরাট।    ২.০০০ মে: টন চাল     ০৫

০৩    গাজীরগাঁও ইকবাল ভূইয়ার বাড়ির পার্শ্ব হতে আবু তালেবের বাড়ির পার্শ্ব পর্যন্ত ভাঙ্গন রক্ষার্থে বেড়া সহ মাটি ভরাট।    ২.০০০ মে: টন গম    ০৫


উপরোক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য নি¤œলিখিতভাবে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

০১। প্রকল্পের নামঃ বালুসাইর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব হতে আলগাপাড়া পাকা রাস্তা পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ।

ক্রঃ নং    নাম    পিতা/ স্বামীর নাম    গ্রাম    পরিচয়    কমিটিতে পদবী

০১    নাসরিন আক্তার    মোঃ আবু মিয়া    বালুসাইর    ইউপি সদস্য    সভাপতি

০২    সমির হাসান    মৃত মস্তফা মিয়া    বালুসাইর    ইউপি সদস্য    সেক্রেটারী

০৩    মোঃ মোকলেছ মিয়া    মোঃ আফজাল হোসেন    বালুসাইর    গন্যমান্য ব্যক্তি    সদস্য

০৪    তাছলিমা আক্তার    বাহা উদ্দিন প্রধান    বালুসাইর    সমাজসেবক(নারী)    সদস্য

০৫    মাওলানা ইলিয়াছ হোসাইন    আলী আকবর    বালুসাইর    ইমাম    সদস্য



০২। প্রকল্পের নামঃ গাজীরগাঁও কুদু মিয়ার বাড়ি হতে শুক্কুর আলীর বাড়ির পার্শ্ব পর্যন্ত ভাঙ্গন রক্ষার্থে বেড়া সহ মাটি ভরাট।

ক্রঃ নং    নাম    পিতার নাম    গ্রাম    পরিচয়    কমিটিতে পদবী

০১    মোঃ নাঈম সরকার    মৃত সোনা মিয়া    বথুয়াদী    ইউপি সদস্য    সভাপতি

০২    শরিফা বেগম    মোঃ আলা উদ্দিন    বথুয়াদী    ইউপি সদস্য    সেক্রেটারী

০৩    হারুন প্রধান    মৃত চান মিয়া    বথুয়াদী    গন্যমান্য ব্যক্তি    সদস্য

০৪    মুর্শিদা আক্তার    মৃত সাফিজ উদ্দিন    বথুয়াদী    সমাজসেবক(নারী)    সদস্য

০৫    মাওলানা ওসমান গনি    হাজী আঃ ছাত্তার    বথুয়াদী    ইমাম    সদস্য



০৩। প্রকল্পের নামঃ গাজীরগাঁও ইকবাল ভূইয়ার বাড়ির পার্শ্ব হতে আবু তালেবের বাড়ির পার্শ্ব পর্যন্ত ভাঙ্গন রক্ষার্থে বেড়া সহ মাটি ভরাট।

ক্রঃ নং    নাম    পিতার নাম    গ্রাম    পরিচয়    কমিটিতে পদবী

০১    মোঃ নাঈম সরকার    মৃত সোনা মিয়া    বথুয়াদী    ইউপি সদস্য    সভাপতি

০২    শরিফা বেগম    মোঃ আলা উদ্দিন    বথুয়াদী    ইউপি সদস্য    সেক্রেটারী

০৩    হারুন প্রধান    মৃত চান মিয়া    বথুয়াদী    গন্যমান্য ব্যক্তি    সদস্য

০৪    মুর্শিদা আক্তার    মৃত সাফিজ উদ্দিন    বথুয়াদী    সমাজসেবক(নারী)    সদস্য

০৫    মাওলানা ওসমান গনি    হাজী আঃ ছাত্তার    বথুয়াদী    ইমাম    সদস্য



৫। আলোচ্যসূচী-৫ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন আমাদের ইউনিয়নের চুরি ডাকাতির ঘটনা না ঘটলেও কিছু কিছু গ্রামে মারামারির ঘটনা ঘটতে দেখা যায়। ৭নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ আবুল হোসেন সাহেব বলেন এলাকায় যাতে মারামারির ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। মারামারির ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদের আরো সতর্ক থাকতে থাকতে হবে। প্রয়োজনে আমরা মধাবদী থানায় খবর দিব। সভাপতি সাহেব গ্রাম পুলিশদের এ ব্যাপারে আরো সতর্ক থাকার পরামর্শ দেন।


অদ্য সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



সভা নং- ০২

মাসিক সভার সিদ্ধান্তসমুহ

সভার কার্যবিবরণী  

সভার স্থান : মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ                        তারিখ : ৩০/০৮/২০২৩,                           সময় : সকাল ১১.০০

ক্র: নং উপস্থিত সদস্যগণের নাম পদবী স্বাক্ষর
মো: কাওসার হোসেন ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত
নাসরিন আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
শরিফা বেগম ইউপি সদস্য স্বাক্ষরিত
মোসা: নাজমা আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: মামুন মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: শাফি উদ্দিন ইউপি সদস্য স্বাক্ষরিত
সমির হাসান ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: জাকির হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: নাঈম সরকার ইউপি সদস্য স্বাক্ষরিত
১০ মো: অলি উল্লাহ ইউপি সদস্য স্বাক্ষরিত
১১ মো: আবুল হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১২ মো: আক্তার হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১৩ মো: জাহাঙ্গীর হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত


আলোচ্যসূচীঃ ১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

২। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রসঙ্গে।

৩। হোল্ডিং ট্যাক্স আদায় প্রসঙ্গে।

৪। ইউপি এলাকায় বিভিন্ন রাস্তা সংস্কার প্রসঙ্গে।

        

অদ্য ৩০/০৮/২০২৩ ইং তারিখ রোজ বুধবার বিকাল ১১:০০ ঘটিকায় মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কাউসার হোসেন সাহেব সভাপতির আসন গ্রহণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন।


১। আলোচ্যসূচী- ১ অনুযায়ী বিগত সভার কার্যবিবরণী পাঠ করিয়া শোনানো হয়। পাঠান্তে কোনরূপ সংশোধনী না থাকায় সেগুলো সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।


২। আলোচ্যসূচী- ২ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন যে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযুক্ত নারী পুরুষ সকলেই ভাতার জন্য আবেদন করতে পারবে। আবেদন করার পর সরকরী সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি সাহেবের অনুমতিক্রমে ৪নং ওয়ার্ডের সদস্য জনাব জাকির হোসেন বলেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন কিভাবে করা যাবে। এ বিষয়ে ইউপি সচিব সাহেব বলেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযুক্ত নারী-পুরুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে ভাতার আবেদন করতে পারবে। বয়স্ক ভাতার ক্ষেত্রে মহিলাদের বয়স ৬২ বছর, পুরুষের বয়স ৬৫ বছর থাকতে হবে, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ কার্ড থাকহে হবে।


৩। আলোচ্যসূচী- ৩ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন হোল্ডিং ট্যাক্স আদায় করলে ইউপি এলাকায় কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে। সভাপতি সাহেবের অনুমতিক্রমে ৮নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ আক্তার হোসেন বলেন ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন সেবা প্রদানের সময় হোন্ডিং ট্যাক্স প্রদান বাধ্যতামূলক করলে হোল্ডিং ট্যাক্স আদায় বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আরো কয়েক মাস পরে বাড়ি বাড়ি গিয়ে কালেক্টর দিয়ে হোল্ডিং ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


৪। আলোচ্যসূচী-৫ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন অতি বৃষ্টির কারনে প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এই রাস্তাগুলো কিভাবে চলাচলের উপযোগী কার যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভাপতি সাহেবের অনুমতিক্রমে ৭নং ওয়ার্ডের সদস্য জনাব আবুল হোসেন বলেন

যেহেতু বড় ধরনের প্রকল্প গ্রহণ করার মত বর্তমানে কোন ফান্ড নেই তাই বৃষ্টির কারণে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো আপাতত ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে সংস্কারের ব্যবস্থা করলে আমার মনে হয় ভাল হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ছোট ছোট গর্ত গুলো সংস্কারের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।


অদ্য সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



সভা নং- ০১

মাসিক সভার সিদ্ধান্তসমুহ

সভার কার্যবিবরণী  

সভার স্থান : মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ                        তারিখ : ৩০/০৭/২০২৩,                           সময় : সকাল ১১.০০

ক্র: নং উপস্থিত সদস্যগণের নাম পদবী স্বাক্ষর
মো: কাওসার হোসেন ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত
নাসরিন আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
শরিফা বেগম ইউপি সদস্য স্বাক্ষরিত
মোসা: নাজমা আক্তার ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: মামুন মিয়া ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: শাফি উদ্দিন ইউপি সদস্য স্বাক্ষরিত
সমির হাসান ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: জাকির হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
মো: নাঈম সরকার ইউপি সদস্য স্বাক্ষরিত
১০ মো: অলি উল্লাহ ইউপি সদস্য স্বাক্ষরিত
১১ মো: আবুল হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১২ মো: আক্তার হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত
১৩ মো: জাহাঙ্গীর হোসেন ইউপি সদস্য স্বাক্ষরিত

আলোচ্যসূচীঃ ১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

২। টিসিবি এর পণ্য বিতরণ প্রসঙ্গে।

৩। জন্ম-মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে।

৪। আইন-শৃঙ্খলা

        

অদ্য ৩০/০৭/২০২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কাউসার হোসেন সাহেব সভাপতির আসন গ্রহণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন।


১। আলোচ্যসূচী- ১ অনুযায়ী বিগত সভার কার্যবিবরণী পাঠ করিয়া শোনানো হয়। পাঠান্তে কোনরূপ সংশোধনী না থাকায় সেগুলো সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।


২। আলোচ্যসূচী- ২ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব জানান যে, অত্র মহিষাশুড়া ইউনিয়নে ৯২১ জন টিসিবি উপকারভোগী আছে। সেই উপকারভোগীদের মঝে টিসিবি এর পণ্য ৫কেজি চাল,  কেজি ডাল ও ২লিটার সয়াবিন তেল ৪৭০/-(চারশত সত্তর)টাকা ধরে ৩১/০৭/২০২৩ইং ও ০১/০৮/২০২৩ইং তারিখ বিক্রয় করার কথা।  কিন্তু উপকারভোগীদের কার্ড জটিলতার কারণে আগামী ৩১/০৭/২০২৩ইং বিক্রয় করা সম্ভব হবে কিনা এ ব্যাপারে ভেবে দেখা দরকার। ২নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ সাফি উদ্দিন সাহেব কার্ড জটিলতার কারণ জানতে চাইলে সভাপতি সাহেব বলেন টিসিবি উপকারভোগীদের পূর্বের যে তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী উপকারভোগীদের এক কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে আনতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার পর উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ট্যাগ অফিসার ও ডিলার এর সাথে কথা বলে ৩১/০৭/২০২৩ইং টিসিবি পণ্য বিক্রয় না করে ০১/০৮/২০২৩ইং তারিখ এক দিনে ৯২১টি টিসিবি পণ্য বিক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয়।


৩। আলোচ্যসূচী- ৩ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন সার্ভার জটিলতার কারণে গত ১৫ দিন যাবত জন্ম ও মৃত্য নিবন্ধন কার্যক্রম বন্ধ আছে। কবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালু হবে সে ব্যাপারে ৭ নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ আবুল হোসেন সাহেব জানতে চাইলে সভাপতি সাহেব ইউপি সচিব সাহেবকে ও ব্যাপারে প্রয়োনীয় তথ্য দেওয়ার নির্দেশ দেন। সভাপতি সাহেবের অনুমতিক্রমে ইউপি সচিব সাহেব বলেন কবে জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার ঠিক হবে এ ব্যাপারে রেজিষ্ট্রার জেনালেল কার্যালয় থেকে কোন নির্দেশনা পাওয়া যায়নি। তাই এ ব্যাপাওে সঠিক তথ্য দেওয়া যাচ্ছে না। সচিব সাহেব জন্ম-মৃত্যু নিবন্ধনের ব্যাপারে কয়েকদিন ধৈর্য ধরার জন্য জনগনের প্রতি অনুরোধ করেন।


৪। আলোচ্যসূচী-৫ এর প্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে সভাপতি সাহেব বলেন আমাদের ইউনিয়নের চুরি ডাকাতির ঘটনা না ঘটলেও কিছু কিছু গ্রামে মারামারির ঘটনা ঘটতে দেখা যায়। ৬নং ওয়ার্ডের সদস্য জনাব মোঃ অলি উল্লাহ সাহেব বলেন এলাকায় যাতে মারামারির ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।  মারামারির ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদের আরো সতর্ক থাকতে থাকতে হবে। প্রয়োজনে আমরা মধাবদী থানায় খবর দিব। সভাপতি সাহেব গ্রাম পুলিশদের এ ব্যাপারে আরো সতর্ক থাকার পরামর্শ দেন


অদ্য সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।