একটি টিশেড ভবন, ৪ টি কক্ষ রয়েছে যা কিনা পাঠদান করা হয়।
জনাব আকবর মোল্লা কর্তৃক দেওয়া প্রায় ০৮ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে এই বিদ্যালয়।
প্রথম শ্রেনী- ১৪০ জন।
দ্বিতীয় শ্রেনী- ১৬০ জন।
তৃতীয় শ্রেনী- ১৪০ জন।
চতুর্থ শ্রেনী- ১১১ জন।
পঞ্চম শ্রেনী- ৮৭ জন।
১২ জন সদস্য বিশিষ্ট একটি পরিচালণা পরিষদ রয়েছে।
২০০৮ সাল - ১০০ %।
২০০৯ সাল- ১০০ %।
২০১০ সাল- ৯৭ %।
২০১১ সাল- ১০০%।
২০১২ সাল- ১০০%।
২৬৯ জন উপবৃত্তি পায়।
উপস্থিতির হার বৃদ্ধি ভর্তির হার শতভাগ নিশ্চিত।
প্রাথমিক শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশু রোধ করা, প্রাথমিত শিক্ষার আওতায় সকল শিশুকে বিদ্যালয়মুখী করন।
নতুন বাসস্টেন্ড থেকে সি এন জি যোগে রেল লাইন দিয়ে চৌদ্দপাইকা স্কুল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস