চাঁন্দের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মেঘনা নদীর পশ্চিমতীরে মহিষাশুড়া ইউনিয়ন ০৪ নং ওয়ার্ডের সুন্দর এ ছায়াময় শান্ত পরিবেশে অবস্থিত।
জমিদাতা মরহুম আলী আহাম্মদের দেওয়া প্রায় ৩৩ শতাংশের জমির উপর প্রতিষ্টিত হয়েছে এই স্কুলটি।
শিশু শ্রেনী- ৪১ জন।
প্রথম শ্রেনী- ১৩৮ জন।
দ্বিতীয় শ্রেনী- ১৪৭ জন।
তৃতীয় শ্রেনী- ১২১ জন।
চতুর্থ শ্রেনী- ৮৮ জন।
পঞ্চম শ্রেনী- ৭৩ জন।
১২ জন সদস্য বিশিষ্ট একটি পরিচালণা পরিষদ রয়েছে।
২০০৮ সাল - ১০০ %।
২০০৯ সাল- ১০০ %।
২০১০ সাল- ৯৪ %।
২০১১ সাল- ১০০%।
২০১২ সাল- ১০০%।
প্রথম শ্রেনী- ৬৪ জন।
দ্বিতীয় শ্রেনী- ৮৫ জন।
তৃতীয় শ্রেনী- ৫৫ জন।
চতুর্থ শ্রেনী- ৪২ জন।
পঞ্চম শ্রেনী- ৩২ জন।
শতভাগ ভর্তি নিচ্শিত করা, প্রাতমিক সমাপনী পরীক্ষায় শতভাগ উত্তির্ন।
প্রাথমিক শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশু রোধ করা, প্রাথমিত শিক্ষার আওতায় সকল শিশুকে বিদ্যালয়মুখী করন।
সার্টির পাড়া অটোস্টেন্ড থেকে রিক্সা অথবা অটোরিক্সায় করে স্লুইজ গেইট বাজার হয়ে চান্দের পাড়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস