গ্রাম আদালতের মামলার আবেদন সমূহ-
১।
বরাবর,
চেয়ারম্যান
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর, নরসিংদী।
বিষয়ঃ পারিবারিক অভিযোগ প্রসঙ্গে।
বাদী বিবাদী
নামঃ মোঃ অলিউল্লাহ ১। নামঃ জুয়েনা আক্তার
পিতাঃ অহিদ আলী পিতাঃ ইউনুস আলী
গ্রামঃ মাটিয়াল কান্দা গ্রাম ঃ হামটি
পোঃ নুরালাপুর পোঃ বালুসাইর
থানা-মাধবদী থানা-মাধবদী
জেলা-নরসিংদী। জেলা-নরসিংদী।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ অলিউল্লাহ এইমর্মে অভিযোগ জানাচ্ছি যে, বিবাদী জুয়েনা আক্তারকে বিগত প্রায় সাত বছর পূর্বে বিয়ে করি। বিয়ের পর আমাদের ঘর আলো করে একটি কন্যা সন্তান হয় যার বয়স পাঁচ বছর। আমাদের সংসার ভালোই চলছিল। কিন্তু বর্তমানে আমার স্ত্রী বিবাদী জুয়েনা আক্তার নগদ ২১,০০০/-(একুশ হাজার টাকা) ও তেরো হাজার টাকা মূল্যের একটি মোবাইল নিয়ে বাপের বাড়ীতে চলে আসে। আসার পর হইতে এ পর্যন্ত তিন মাস বিগত হয়। আমি যোগাযোগ করিতে চাইলে আমাকে ফোনে অকথ্য ভাষায় গালাগালি করে। আমার পরিবারের লোক তাকে আনিতে গেলে তাদের সাথে অসভ্য আচরণ ও গালাগালি করে। আমার সংসার করিবে না বলে আমাকে হুমকি প্রদান করতে থাকে। এমতাবস্থায় আমি আপনার দারস্থ হই।
অতএব, মহোদয় উপর্যুক্ত বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করতে যেন আপনার সদয় মর্জি হয়।
তারিখঃ ২১/০১/২০২১ ইং বিনীত নিবেদক
স্বাক্ষরঃ
নামঃ মোঃ অলিউল্লাহ
পিতাঃ অহিদ আলী
গ্রামঃ মাটিয়াল কান্দা
পোঃ নুরালাপুর
থানা-মাধবদী
জেলা-নরসিংদী।
২।
বরাবর,
চেয়ারম্যান
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর, নরসিংদী।
বিষয়ঃ জমি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে।
বাদী বিবাদী
নামঃ হাজী আঃ ছাত্তার গং ১। নামঃ সেতেরা বেগম
পিতামৃত- আবদুছ ছামাদ স্বামীমৃত-ফজলুল হক গ্রাম ঃ খনমর্দী ২। আব্দুল্লাহ
পোঃ বালুসাইর ৩। মোসাঃ আতিকা
থানা-মাধবদী ৪। আমেনা বেগম
জেলা-নরসিংদী। ৫। সাদিয়া আক্তার
৬। সালেহা আক্তার
সর্বপিং-মৃত ফজলুল হক
৭। কুলসুম বেগম
৮। হোদা বেগম
উভয়পিং-মৃত আয়েত আলী
সর্বসাং-খিলগাঁও
পোঃ মাধবদী
থানা-মাধবদী
জেলা-নরসিংদী।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি হাজী আঃ ছাত্তার এইমর্মে অভিযোগ জানাচ্ছি যে, আমার পিতামৃত-আবদুছ ছামাদ এস.এ দাগ নং-৫৩১ নং দাগ এ ২৫.২৫ (সোয়া পঁিচশ) শতাংশ জমি ৯/৩/১৯৫৭ সালে সাফ কাওলা দলিলমূলে মালিক হয়ে ভোগ দখলে নিয়ত ছিলেন। বর্তমানেও আমরা পৈত্রিক ওয়ারিশসূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে ভোগ দখলে নিয়ত আছি। কিন্তু বিবাদীগণ উক্ত জমি জবরদখল করার চেষ্ট করতেছে। এমতাবস্থায় আমি আপনার দারস্থ হই।
অতএব, মহোদয় উপর্যুক্ত বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করতে যেন আপনার সদয় মর্জি হয়।
তারিখঃ ৫/১০/২০২১ ইং বিনীত নিবেদক
স্বাক্ষরঃ
নামঃ হাজী আঃ ছাত্তার
পিতামৃত- আবদুছ ছামাদ
গ্রাম ঃ খনমদী
পোঃ বালুসাইর
থানা-মাধবদী
জেলা-নরসিংদী।
৩।
বরাবর,
চেয়ারম্যান
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর, নরসিংদী।
বিষয়ঃ জমি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে।
বাদী বিবাদী
নামঃ মোঃ জিয়া উদ্দিন মিয়া ১। মিজানুর রহমান
পিতা-রৌশন হাজী পিতামৃত-লাহু সেক গ্রাম ঃ সাটিরপাড়া ২। বিল্লাল মিঞা
পোঃ –নরসিংদী -১৬০০ ৩। গিয়াস উদ্দিন
থানা-নরসিংদী ৪। রমজান আলী
জেলা-নরসিংদী। ৫। সুবেদ আলী
৬। ফারুক মিঞা
সর্বপিং- মিজানুর রহমান
সর্বসাং-দামের ভাওলা
পোঃ ইউ.এম.সি জুট মিলস্
থানা-মাধবদী
জেলা-নরসিংদী।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জিয়া উদ্দিন মিয়া এইমর্মে অভিযোগ জানাচ্ছি যে, আমি এস.এ দাগ নং-৬০১০ নং দাগ এ ১৪ (চৌদ্দ) শতাংশ জমি ২২/৬/২০১৫ সালে সাফ কাওলা ১০৫৪৭ নং দলিলমূলে মালিক হয়ে ভোগ দখলে নিয়ত আছি। কিন্তু বর্তমানে বিবাদীগণ উক্ত জমি জবরদখল করার চেষ্ট করতেছে। এমতাবস্থায় আমি আপনার দারস্থ হই।
অতএব, মহোদয় উপর্যুক্ত বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করতে যেন আপনার সদয় মর্জি হয়।
তারিখঃ ১৭/১০/২০২১ ইং বিনীত নিবেদক
স্বাক্ষরঃ
নামঃ মোঃ জিয়া উদ্দিন মিয়া
পিতা- রৌশন হাজী
গ্রাম ঃ সাটিরপাড়া
পোঃ নরসিংদী -১৬০০
থানা- নরসিংদী
জেলা-নরসিংদী।
৪।
বরাবর,
চেয়ারম্যান
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর, নরসিংদী।
বিষয়ঃ জমি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে।
বাদী বিবাদী
নামঃ হারুন মিয়া ১। নাম-নাছিমা বেগম
পিতা-মৃত আঃ মোতালিব স্বামী-দেলোয়ার মিয়া গ্রাম ঃ বিলপাড় গ্রাম ঃ বিলপাড়
পোঃ –মাধবদী পোঃ –মাধবদী
থানা- মাধবদী থানা- মাধবদী
জেলা-নরসিংদী। জেলা-নরসিংদী।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি হারুন মিয়া এইমর্মে অভিযোগ জানাচ্ছি যে, নাছিমা বেগম সম্পর্কে আমার শ্রদ্ধেয় ভাবী হয়। তিনি আর,এস দাগ নং-২৯৭৪ এ .৭২ (দশমিক সাত দুই) শতাংশ জমির মালিক হওয়ায় আমি উক্ত জমি তাকে বুঝাইয়া দিতে রাজী আছি। কিন্তু বর্তমানে বিবাদীপক্ষ উক্ত জমি না নিয়ে আমার বসতবাড়ী ভাংচুর করিয়া দখল করার অপচেষ্টা করছে। এমতাবস্থায় আমি আপনার দারস্থ হই।
অতএব, মহোদয় উপর্যুক্ত বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করতে যেন আপনার সদয় মর্জি হয়।
তারিখঃ৩১/১০/২০২১ ইং বিনীত নিবেদক
স্বাক্ষরঃ
নামঃ হারুন মিয়া
পিতা- মৃত আঃ মোতালিব
গ্রাম ঃ বিলপাড়
পোঃ মাধবদী
থানা- মাধবদী জেলা-নরসিংদী।
৫।
বরাবর,
চেয়ারম্যান
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর, নরসিংদী।
বিষয়ঃ জমি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে।
বাদী বিবাদী
নামঃ মোঃ গাফফার মিয়া ১। নাম-মোঃ ইকবাল হোসেন মোল্লা
পিতা-মৃত গিয়াস উদ্দিন পিত-মৃত আনোয়ার হোসেন মোল্লা
গ্রাম ঃ চৌদ্দপাইকা গ্রাম ঃ ছোট মাধবদী
পোঃ –বালুসাইর পোঃ –মাধবদী
থানা- মাধবদী থানা- মাধবদী
জেলা-নরসিংদী। জেলা-নরসিংদী।
মোবাঃ ০১৯১২-৮৩৫৮১৯
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ গাফফার মিয়া এইমর্মে অভিযোগ জানাচ্ছি যে, আমি পৈত্রিক ওয়ারিশসূত্রে এস.এ দাগ নং-১৪৭ ও আর.এস দাগ নং-১৯০ এ ১৯(উনিশ) শতাংশ জমির মালিকানা প্রাপ্ত হই। কিন্তু উক্ত জমি বিবাদীপক্ষ খরিদসূত্রে মালিকানা দাবী করেন। এমতাবস্থায় আমি আপনার দারস্থ হই।
অতএব, মহোদয় উপর্যুক্ত বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করতে যেন আপনার সদয় মর্জি হয়।
তারিখঃ০১/১১/২০২১ ইং বিনীত নিবেদক
স্বাক্ষরঃ
নামঃ মোঃ গাফফার মিয়া
পিতা- মৃত গিয়াস উদ্দিন
গ্রাম ঃ চৌদ্দপাইকা
পোঃ বালুসাইর
থানা- মাধবদী
জেলা-নরসিংদী।
৬।
বরাবর,
চেয়ারম্যান
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ
নরসিংদী সদর, নরসিংদী।
বিষয়ঃ অভিযোগ প্রসঙ্গে।
বাদী বিবাদী
নামঃ আঃ রব মিয়া ১। নাম-ওম্মে হানী
পিতা-মৃত জিবন মিয়া পিতা-করিম মিয়া
গ্রাম ঃ বথুয়াদী ২। কবির মিয়া
পোঃ –বালুসাইর পিতা-সামসু উদ্দিন
থানা- মাধবদী ৩। করিম মিয়া
জেলা-নরসিংদী। পিতা-মৃত মিন্নত আলী ব্যাপারী
৪। নাসির উদ্দিন
পিতা-মৃত জজ মিয়া
সর্ব গ্রাম ঃ বথুয়াদী
পোঃ –বালুসাইর
থানা- মাধবদী
জেলা-নরসিংদী।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আঃ রব মিয়া এইমর্মে অভিযোগ জানাচ্ছি যে, পরস্পরে শোনা যায় আমার ছেলে মোঃ কিবরিয়া কে জোড়পূর্বক বিবাদী পক্ষ ১নং এর সহিত বিবাহ পড়ান । এমতাবস্থায় আমি আপনার দারস্থ হই।
অতএব, মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যেন আপনার সদয় মর্জি হয়।
তারিখঃ ১০/১১/২০২১ ইং বিনীত নিবেদক
স্বাক্ষরঃ
নামঃ আঃ রব মিয়া
পিতা- মৃত জিবন মিয়
গ্রাম ঃ বথুয়াদী
পোঃ বালুসাইর
থানা- মাধবদী জেলা-নরসিংদী।
মোবাঃ ০১৯২১-৫৩২৫৮৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস