গ্রাম আদালতের মামলার সিদ্ধান্ত
১। মো: মিজান মিয়া , পিতামৃত-মো: তালেব হোসেন , গ্রাম- বালুসাইর, পোঃ বালুসাইর, থানা-মাধবদী, উপজেলা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী। ............................১ম পক্ষ
বনাম
১। মোহাম্মদ আলী ২। মোফাজ্জল হোসেন ৩। মাসুদ মিয়া ৪। নজরুল মিয়া , সর্বপিতামৃত- মো: হাসেম, সর্বসাং- বালুসাইর, পোঃ বালুসাইর, থানা-মাধবদী, উপজেলা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী। ............................২য় পক্ষগণ
বিষয়ঃ ১ম পক্ষ মো: মিজান মিয়া কর্তৃক জমি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে শালিস দরবার প্রসঙ্গে।
গত ২২/১২/২০২১ ইং তারিখে ১ম পক্ষ মো: মিজান মিয়া মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে জমি সংক্রান্ত এক অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে ২য় পক্ষগণকে গত ০৬/০১/২০২২ ইং তারিখে শালিস দরবারে হাজির থাকার জন্য ১ম নোটিশ করা হয়। ২য় পক্ষগণ অনুপস্থিত থাকে। পরবর্তীতে গত ২০/০১/২০২২ ইং তারিখে হাজির থাকার জন্য পুনরায় নোটিশ প্রদান করা হয়। ঐ তারিখেও ২য় পক্ষগণ অনুপস্থিত থাকে। সর্বশেষ গত ২৭/১/২০২২ ইং তারিখে উপস্থিত থাকার জন্য পুনরায় চূড়ান্ত নোটিশ করা হয়। ঐ তারিখেও ২য় পক্ষগণ অনুপস্থিত থাকে। ২য় পক্ষগণ শালিস দরবারে অনুপস্থিত থাকার কারনে ২য় পক্ষের বক্তব্য পাওয়া গেল না।১ম পক্ষের অভিযোগটি জমি সংক্রান্ত হওয়ায় ও গ্রাম আদালতের এখতিয়ার বহির্ভূতির কারনে শালিস দরবারের সিদ্ধান্ত নেওয়া হইয়াছিল। যেহেতু ২য় পক্ষগণ ইউনিয়ন পরিষদের শালিস দরবারকে অমান্য করিয়াছেন বিধায় ১ম পক্ষকে কোর্টে মামলা করার জন্য পরামর্শ প্রদান করা হইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস