Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

গ্রাম আদালতের মামলার সিদ্ধান্ত


১। মো: মিজান মিয়া , পিতামৃত-মো: তালেব হোসেন , গ্রাম- বালুসাইর, পোঃ বালুসাইর, থানা-মাধবদী, উপজেলা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী। ............................১ম পক্ষ

বনাম

১। মোহাম্মদ আলী ২। মোফাজ্জল হোসেন  ৩। মাসুদ মিয়া ৪। নজরুল মিয়া , সর্বপিতামৃত- মো: হাসেম, সর্বসাং- বালুসাইর, পোঃ বালুসাইর, থানা-মাধবদী, উপজেলা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী। ............................২য় পক্ষগণ

বিষয়ঃ ১ম পক্ষ মো: মিজান মিয়া কর্তৃক জমি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে শালিস দরবার প্রসঙ্গে।


    গত ২২/১২/২০২১ ইং তারিখে ১ম পক্ষ মো: মিজান মিয়া মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে জমি সংক্রান্ত এক অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে ২য় পক্ষগণকে গত ০৬/০১/২০২২ ইং তারিখে শালিস দরবারে হাজির থাকার জন্য ১ম নোটিশ করা হয়। ২য় পক্ষগণ অনুপস্থিত থাকে। পরবর্তীতে গত ২০/০১/২০২২ ইং তারিখে হাজির থাকার জন্য পুনরায় নোটিশ প্রদান করা হয়। ঐ তারিখেও ২য় পক্ষগণ অনুপস্থিত থাকে। সর্বশেষ গত ২৭/১/২০২২ ইং তারিখে উপস্থিত থাকার জন্য পুনরায় চূড়ান্ত নোটিশ করা হয়। ঐ তারিখেও ২য় পক্ষগণ অনুপস্থিত থাকে। ২য় পক্ষগণ শালিস দরবারে অনুপস্থিত থাকার কারনে ২য় পক্ষের বক্তব্য পাওয়া গেল না।১ম পক্ষের অভিযোগটি জমি সংক্রান্ত হওয়ায় ও গ্রাম আদালতের এখতিয়ার বহির্ভূতির কারনে শালিস দরবারের সিদ্ধান্ত নেওয়া হইয়াছিল। যেহেতু ২য় পক্ষগণ ইউনিয়ন পরিষদের শালিস দরবারকে অমান্য করিয়াছেন বিধায় ১ম পক্ষকে কোর্টে মামলা করার জন্য পরামর্শ প্রদান করা হইল।